সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে আবারও ব্যর্থ রোহিত শর্মা। আরসিবির বিরুদ্ধে ঝোড়ো মেজাজে ইনিংস শুরু করলেও মাত্র ১৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। বারবার প্রশ্ন উঠছে ভারত অধিনায়কের ফর্ম নিয়ে। এহেন পরিস্থিতিতে রোহিতের উপর কিছুটা ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বললেন, এতদিন ধরে খেলছে, বোলারদের শক্তি-দুর্বলতা অবশ্যই মাথায় রাখা উচিত ছিল রোহিতের।
নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত। সদ্য ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও তাঁর টেস্ট ভবিষ্যৎ অনিশ্চিত। আবার আইপিএলেও তিনি খারাপ ফর্মে। সমালোচনায় বিদ্ধ করছেন নিন্দুকেরা। কেউ কেউ তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন। সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হল, রোহিতের শরীরী ভাষায় মনে হয়েছে, তিনি যেন খেলার মধ্যে নেই। যেটুকু সময় ফিল্ডিংয়ে থেকেছেন, বিচ্ছিন্ন মনে হয়েছে। বস্তুত রোহিত যে মানসিকভাবে পুরোপুরি খেলায় মনোনিবেশ করতে পারছেন না সেটা স্পষ্ট।
এবার রোহিতের প্রতি মুম্বই শিবিরের অসন্তোষের কথা প্রকাশ্যে চলে এল। আরসিবির কাছে হারের পর মুম্বই হেডকোচ বলেন, “ডানহাতি ওপেনারদের সবসময় সমস্যায় ফেলেছে বাঁহাতি পেসাররা। বহুদিন ধরেই এমনটা হয়ে আসছে। রোহিতের অনেক অভিজ্ঞতা। আশা করি বাঁহাতি বোলিং নিয়ে ও যথেষ্ট অনুশীলন করছে। ইনিংসের শুরুতে বেশ কয়েকটা ভালো শট খেলেছে। যশ দয়ালের একটা ভালো ডেলিভারিতে আউট হল। তবে আমার মনে হয়, যখন তুমি এতদিন ধরে খেলছ তখন বোলারের শক্তি-দুর্বলতাগুলো খেয়াল রাখা উচিত ছিল।” তবে আগামী দিনে রোহিত এই বিষয়টি মনে রাখবেন বলে আশাবাদী মাহেলা। কিন্তু সাংবাদিক সম্মেলনে যেভাবে রোহিতের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুম্বই কোচ, তাতে জল্পনা বাড়ছে। তাহলে কি মুম্বইয়ের ‘বোঝা’ হয়ে দাঁড়াচ্ছেন প্রাক্তন অধিনায়ক?