‘এটা পাকিস্তান বিরোধী ছবি নয়’, ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হতেই প্রতিবাদ জনের

‘এটা পাকিস্তান বিরোধী ছবি নয়’, ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হতেই প্রতিবাদ জনের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবিটি গত ১৪ মার্চ বড়পর্দায় মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যার্পণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। মুক্তি পাওয়ার পর ছবিটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন ছবির নায়ক তথা প্রযোজক জন আব্রাহাম।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বলেছেন, “গোটা ঘটনায় আমি হতবাক। এই ছবিটি কোনওভাবেই পাকিস্তান বিরোধী ছবি নয়। আমরা আমাদের ছবিতে পাকিস্তানের আইন ব্যবস্থার প্রশংসাই করেছি। এমনকী ছবিতে সৎ পাকিস্তানি বিচারপতি, একজন সৎ পাকিস্তানি আইনজীবী, এক সৎ পুলিশ অফিসারের চরিত্রও রয়েছে। ছবিতে তাঁরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ঘটনায় মানুষের নীচ দৃষ্টিভঙ্গি প্রমাণিত হয়। আমরা কিন্তু কারও ভাবাবেগে আঘাত করিনি ছবিতে।’

এর সঙ্গে অভিনেতা যোগ করেন, ‘রীতেশ শাহের লেখা গল্পে উগ্র দেশপ্রেমের উপাদান ছিল। কিন্তু আমি আর ছবির পরিচালক শিবম নায়ার সেই অংশকে সচেতন ভাবে ছবি থেকে বাদ দিয়েছি। ছবিটা যাতে কোনওভাবেই উগ্র দেশপ্রেম মার্কা ছবি না হয়, আমাদের সেই দিকে বিশেষ নজর ছিল। কোনও দেশ বা কোনও ব্যক্তির ভাবাবেগকে আমরা কোনওভাবেই আঘাত করতে চাইনি।” তারপরেও মধ্যপ্রাচ্যে ছবি নিষিদ্ধ হওয়ায় খানিকটা হলেও হতাশ অভিনেতা। 

উল্লেখ্য, খুব শীঘ্রই অভিনেতা শুরু করবেন তাঁর আগামী ছবির কাজ। মালয়ালম ছবি ‘আয়্যাপ্পানুম কোশিয়ুম’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন জন। এই ছবিতে আবার অ্যাকশন হিরো অবতারে দেখা যাবে তাঁকে। গত চার বছর আগে এই ছবির স্বত্ব কিনেছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এই ছবি প্রযোজনাও করবেন তিনি। এছাড়া অভিনেতার আরও একটি নতুন ছবি ‘তেহরান’ মুক্তি পাবে এই বছরের দ্বিতীয়ার্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *