ফারুক আলম, সল্টলেক: সুপ্রিম নির্দেশে গত কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। একমাসও কাটেনি নিয়োগের পরীক্ষার। সেই রেশ কাটতে না কাটতেই ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ। পুজোমুডে বাঙালি। আজ চতুর্থী। এর মধ্যেই আজ বৃহস্পতিবার বিকাশভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা। শূন্যপদ বাড়ানো সহ একাধিক দাবিতে এই অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি বেধে যায়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে সল্টলেক করুণাময়ী।
গত কয়েকমাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে একাধিকবার উত্তাল হয়েছে শহরের রাজপথ। এর মধ্যেই চলতি মাসের শুরুতেই দু’দফায় শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু’দফায় নবম এবং দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। চলছে নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যেই ফের বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। ২০২৫ স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটির প্রার্থীরা এদিন সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ দেখান।
আন্দোলনকারীদের অভিযোগ, ”মৌলিক অধিকার আমাদের খর্ব হচ্ছে। চাকরিহারাদের বাড়তি যে ১০ নম্বর দেওয়া হচ্ছে তা অবিলম্বে বাতিল করতে হবে।” একই সঙ্গে শূন্যপদ বাড়িয়ে এক লাখ পর্যন্ত করতে হবে বলেও দাবি আন্দোলনকারীদের। এই দাবিতেই এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা। এমনকী শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করারও আবেদন জানানো হয়। যদিও এদিন এই মিছিলকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশাল পুলিশবাহিনীকে মোতায়েন করা হয়।