সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একলাফে ৫০ শতাংশ বাড়ল পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের বেতন। জানা গিয়েছে, সবমিলিয়ে ২০ জন মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে পাক বোর্ড। তবে চুক্তিবদ্ধ হয়ে মহিলা ক্রিকেটাররা বার্ষিক কত টাকা পাবেন, সেই নিয়ে বোর্ডের তরফে কিছুই জানা যায়নি।
২০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে পাক বোর্ড। এ ক্যাটেগরিতে রয়েছেন অধিনায়ক ফতিমা সানা, উইকেটরক্ষক মুনিবা আলি, অলরাউন্ডার সিদরা আমিন। প্রথমবার এই ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টির শীর্ষস্থানীয় বোলার সাদিয়া ইকবাল। এছাড়াও পাক ক্রিকেটের মহিলা তারকারা রয়েছেন পরবর্তী তিনটি ক্যাটেগরিতে। কেন্দ্রীয় চুক্তির পঞ্চম ক্যাটেগরিটি রাখা হয়েছে উদীয়মান মহিলা ক্রিকেটারদের জন্য। আপাতত এই ক্যাটেগরিতে রাখা হয়েছে ইমান ফাতিমা এবং শাওয়াল জুলফিকারকে। তাঁরা দু’জনেই দেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছেন।
তবে কোন ক্যাটেগরিতে কত বেতন ধার্য করা হয়েছে সেই নিয়ে কিছুই জানায়নি পিসিবি। সূত্র মারফত জানা গিয়েছিল আগের বেতন কাঠামো অনুযায়ী, শীর্ষ ক্যাটেগরির মহিলা ক্রিকেটাররা প্রতি মাসে ১২০০০০ পাক রুপি পান। ভারতীয় মুদ্রায় তা ৫২ হাজার ৪৭ টাকা। এবার সেই অঙ্কটা দ্বিগুণ হতে চলেছে। অর্থাৎ এবার থেকে প্রত্যেক মাসে ভারতীয় মুদ্রায় এক লক্ষের কিছু বেশি টাকা বেতন পাবেন ফতিমারা। পরের ক্যাটেগরির ক্রিকেটাররা মাসিক বেতনে যথাক্রমে পাবেন ৮৩ হাজার, ৬২ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)।
প্রসঙ্গত, মাসছয়েক আগে শোনা গিয়েছিল, প্লেয়ারদের প্রতি মাসে ৩৫ হাজার পাকিস্তানি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ মাত্র ১০ হাজার টাকা। অথচ পাকিস্তানে একজন অদক্ষ কর্মীর ন্যূনতম মাসিক আয় হওয়া উচিত ৩৭ হাজার পিকেআর। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১,৪০০ টাকা। তবে এবার মহিলা ক্রিকেটারদের প্রতি যথাযোগ্য সম্মান দেওয়ার পথে হাঁটল পিসিবি।