এই নাহলে ভালোবাসা! গ্যালারি ভরিয়ে নজির মোহনবাগান সমর্থকদের, হার মানল রোনাল্ডোর দলও

এই নাহলে ভালোবাসা! গ্যালারি ভরিয়ে নজির মোহনবাগান সমর্থকদের, হার মানল রোনাল্ডোর দলও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই আইএসএল লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে এখন রীতিমতো উৎসবের পরিবেশ। অনেকেই ভিড় জমাচ্ছে গোষ্ঠ পাল সরণির ক্লাবে। তবে এই পরিবেশের মধ্যেই চলে এল এমন একটা খবর, যা শুনে সমর্থকদের মুখের হাসি চওড়া হবে।

কী সেই সুসংবাদ? মাঠে দর্শকদের সর্বোচ্চ গড় উপস্থিতির ক্ষেত্রে নজির মোহনবাগানের। এশিয়ার ক্লাবগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে সবুজ-মেরুন। এখানেই শেষ নয়। গড় টিকিট বিক্রির ক্ষেত্রেও এশিয়ার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে তারা। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকেও পিছনে ফেলে দিয়েছে মোহনবাগান। কারণ রোনাল্ডোর ক্লাব এই তালিকার প্রথম পাঁচে নেই।

এশিয়ায় দর্শক সংখ্যার বিচারে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস এফসি রয়েছে প্রথম স্থানে। তাদের গড় উপস্থিতি ৪৩,৩৩৩। এরপর রয়েছে যথাক্রমে জাপানি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস (৪৩,১৩৯), চিনা ক্লাব চেংডু রংচেং এফসি (৪০,৮৬৭), সাংহাই শেনহুয়া এফসি (৩৯,৩৮৫)। এই ক্লাবগুলির ঠিক পরেই মোহনবাগান। প্রতি ম্যাচে তাদের গড় দর্শক সংখ্যা ৩৮,৭৫৯। যা দেশের যেকোনও নামিদামি ক্লাবকে তো বটেই, পিছনে ফেলে দিয়েছে এশিয়ার অনেক হেভিওয়েট ক্লাবকে।

যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে ওড়িশা এফসি ও এফসি গোয়া ম্যাচে দর্শক সংখ্যা ছিল যথাক্রমে প্রায় ৫৮ হাজার ও ৬২ হাজার। তখনই বোঝা গিয়েছিল, দর্শকদের সর্বোচ্চ গড় উপস্থিতির হার গত মরশুমের রেকর্ড ভেঙে দিতে পারে। ঠিক সেটাই ঘটল। উল্লেখ্য, গত মরশুমে দর্শক উপস্থিতির গড় সংখ্যা ছিল ৩৪,৭৯০। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *