উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শক্তি প্রদর্শন বিজেপির, প্রার্থী ঘোষণা কবে?

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শক্তি প্রদর্শন বিজেপির, প্রার্থী ঘোষণা কবে?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় নিশ্চিত! তবু উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ বিজেপি। জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া আসনে ভোটের আগে আগামী সপ্তাহে ফের শক্তিপ্রদর্শন করতে চলেছে গেরুয়া শিবির। আগামী সপ্তাহেই এনডিএ সাংসদদের মেগা বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ এনডিএ শিবিরের সব শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন। সেখানেই প্রার্থীর নাম জানানো হতে পারে।

আগামী সপ্তাহের শুরুতেই সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। মঙ্গলবার অধিবেশন চলাকালীনই এনডিএ ভুক্ত সব দলের সাংসদদের বৈঠক ডেকেছে বিজেপি। এমনিতে এটি রুটিন বৈঠক। কিন্তু ওই বৈঠকে এনডিএ শিবিরের শীর্ষ নেতাদেরও ঢাকা হয়েছে। পাশাপাশি সব সাংসদকে উপস্থিত থাকার জন্য একপ্রকার হুইপ জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, ওই বৈঠককে এনডিএ শিবির শক্তিপ্রদর্শনের মঞ্চ হিসাবে দেখাতে চাইছে। আবার প্রার্থীর নামও সেদিনই ঘোষণা করা হতে পারে।

উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই দু-দুবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসেছে এনডিএ। গত বৈঠকেই প্রার্থী বাছাই নিয়ে শরিক নেতৃত্বকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানান, সকলের সঙ্গে আলোচনা করেই প্রার্থী বাছাই করা হবে। এদিন শরিক নেতৃত্ব সেই প্রধানমন্ত্রী ও নাড্ডার ওপর প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, এনডিএ-র সকল শরিক একমত হয়ে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও জেপি নাড্ডার উপর ছেড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সবার মত নিয়েই প্রার্থী নির্বাচন হবে।

উল্লেখ্য, ২১ আগস্ট পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। আর ২২ আগস্ট স্কুটিনি করা হবে। নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। সূত্রের খবর, নির্বাচনে প্রার্থী দিতে পারে ইন্ডিয়া জোটও। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা নেই বিজেপির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *