ইভটিজারদের হাত থেকে বাঁচতে দুর্ঘটনা, পানাগড়ে মর্মান্তিক মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর

ইভটিজারদের হাত থেকে বাঁচতে দুর্ঘটনা, পানাগড়ে মর্মান্তিক মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাতের হাইওয়েতে ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণ খোয়াতে হল তরুণীকে! রবিবার গভীর রাতে দুর্গাপুরের পানাগাড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চন্দননগরের বাসিন্দা, ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর। আহত হন গাড়িতে থাকা আরও দুজন। কাঁকসার এক বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কাঁকসা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে ইভটিজাররা এখনও পলাতক, তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *