ইডেনের বাইশ গজে গম্ভীরের বাজি কারা? ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ইডেনের বাইশ গজে গম্ভীরের বাজি কারা? ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বনাম ইংল্যান্ড। দুটি দলের নামই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহের উদ্রেক করতে বাধ্য। তাও সেই মেগা ম্যাচ যদি হয় ইডেন গার্ডেন্সে, তাহলে তো কথাই নেই। এমনিতেই এ শহর খেলা পাগল। কিন্তু বুধবার ইডেনে ভারত-ইংল্যান্ডে মহারণে উৎসাহে কোথাও যেন খানিক খামতি রয়ে গিয়েছে। একে তো সামনে বড় কোনও টুর্নামেন্ট নেই। তার উপরে আবার ভারতীয় দলে সে অর্থে মহীরুহ কোনও তারকাও নেই। তবে সেই আপাত ‘নিরুৎসাহী’ ইডেনেও জিতে ফিরতে চাইবে টিম ইন্ডিয়া।

কোচ গম্ভীরের জন্য এই ম্যাচ মহাগুরুত্বপূর্ণ। গত ৩ মাসে টেস্ট ফরম্যাটে একের পর এক লজ্জার হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গম্ভীর চাইছেন ফরম্যাট বদলে ভাগ্য বদলাতে। স্বাভাবিকভাবেই নজর রয়েছে ইডেনে গম্ভীর কোন ১১ জনের উপর বাজি রাখবেন সেদিকে। ভারতের টি-২০ টিম এমনিতে ‘সেট’। প্রথম একাদশে খচখচানি শুধু একটা জায়গা নিয়ে। স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর? নাকি পেসার অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি?

ভারতীয় শিবির সূত্রের খবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে একাদশ খেলেছে, কমবেশি সেই একাদশই রাখা হবে। ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং। লোয়ার মিডল অর্ডারে অক্ষর প্যাটেলের সঙ্গে নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন খেলবেন। বোলার হিসাবে খেলবেন মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিং।

গত দু’দিন ধরে প্রবল শিশির পড়েছে। অভূতপূর্ব ভাবে শিশিরের ভয়ে রাতে মাঠ পর্যন্ত ‘কভার’ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে! ভারতও প্রস্তুতি নিয়ে রেখেছে। মঙ্গলবার ভারতীয় ট্রেনিংয়ে, মহম্মদ শামি-হার্দিক পাণ্ডিয়া-অর্শদীপ সিংদের দেখা গিয়েছে বল ভেজা ঘাসে ঘষে বোলিং করতে। ম‌্যাচে জোফ্রা আর্চারদের শর্ট বোলিং খেলতে যাতে সমস‌্যা না হয়, সে কারণে প্রায় মাঝ পিচে দাঁড়িয়ে তিলক বর্মাদের মুখের কাছে আবার সজোরে বল ছুঁড়তে দেখা গিয়েছে টিমের ‘থ্রো ডাউন’ বিশারদ রঘুকে। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের থেকে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনাই বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *