আহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনা। সবমিলিয়ে অন্তত ২৯৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একজন যাত্রী ছাড়া বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। এছাড়াও যে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানেও অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরদিন আহমেদাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রইল প্রতি মুহূর্তের লাইভ আপডেট।
সকাল ৮:৩০ আহমেদাবাদে পৌঁছলেন প্রয়াত বিজয় রূপানির স্ত্রী অঞ্জলি রূপানি। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানি। শোকার্ত অঞ্জলির সঙ্গে দেখা করেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।
#WATCH | Anjali Rupani, BJP chief Vijay Rupani’s spouse, arrives in Ahmedabad, acquired by Gujarat Residence Minister Harsh Sanghvi
BJP chief Vijay Rupani died within the Air India AI-171 airplane crash yesterday pic.twitter.com/yiMNWoGGJ3
— ANI (@ANI) June 13, 2025
সকাল ৮:১৫ দুর্ঘটনাস্থলে এখনও কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি দল। ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।
সকাল ৮ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ আহমেদাবাদ পৌঁছবেন তিনি। বিমানবন্দর থেকে সোজা তিনি যাবেন দুর্ঘটনাস্থলে। পরিদর্শনের পর আহমেদাবাদ সিভিল হাসপাতালেও যাবেন তিনি। এই হাসপাতালেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন