‘আর কত গুপ্তচর দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে’ , জ্যোতি প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরালেন রুপালি

‘আর কত গুপ্তচর দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে’ , জ্যোতি প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরালেন রুপালি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অসামান্য সুন্দরীর ইউটিউব, ফেসবুক, ইনসটাগ্রামে অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। তবে আগুনে রূপের আড়ালে চলত ঘৃণ্য ষড়যন্ত্র। ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রার দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা। জানা যায়, পহেলগাঁও সন্ত্রাসের ঠিক আগেই পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন এই লাস্যময়ী। এবার সেই জনপ্রিয় ইউটিউবার তরুণীকে নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন রুপালি গঙ্গোপাধ্যায়।

টেলিপর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের মুখ ছিলেন রুপালি গঙ্গোপাধ্যায়। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের ‘অনুপমা’। এবার নিজেকে গর্বিত হিন্দু বলে দাবি করা জ্যোতির দেশদ্রোহিতায় মারাত্মক চটলেন বিজেপি সমর্থক অভিনেত্রী রুপালি। অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এইধরনের মানুষেরা বুঝতেই পারে না কখন তাঁদের পাকিস্তানের প্রতি প্রেম নিজের দেশের প্রতি শত্রুতায় পরিবর্তিত হয়। প্রথমদিকে ওরা হয়তো দেশের সুরক্ষা, ‘শান্তির আশা’ নিয়ে অনেক বাতেলা দেয়, কিন্তু পরে সেটা দেশদ্রোহিতায় পরিণত হয়। জানি না, এরকম আর কত মানুষ গোপনে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের একজনকেও ছাড়া উচিত নয়।’

যারা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের কড়া শাস্তির দাবি করেছেন টেলিপর্দার ‘অনুপমা’। রুপালির পোস্ট ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। অভিনেত্রীকে সমর্থন জানিয়ে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন নেটিজেনরা। পাক গুপ্তচর লাস্যময়ী ইউটিউবার এই জ্যোতি মালহোত্রা নাকি মাসখানেক আগে বাংলাতেও এসেছিলেন। শুধু ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশে বাংলায় এসেছিলেন জ্যোতি, স্বাভাবিকভাবে রহস্য দানা বাঁধছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *