‘আমার দায়িত্ব আমি জানি, কাদা ছোড়াছুড়ি করি না’, ঘাটাল মাস্টারপ্ল্যান ইস্যুতে দিলীপকে পালটা দেবের

‘আমার দায়িত্ব আমি জানি, কাদা ছোড়াছুড়ি করি না’, ঘাটাল মাস্টারপ্ল্যান ইস্যুতে দিলীপকে পালটা দেবের

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঘাটাল। তাতে স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরে প্রশ্নের মুখে তারকা সাংসদ দেবের ভূমিকা। মঙ্গলবার তাঁকে ‘ভালো ছেলে’ বললেও খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তারই পালটা দিলেন ঘাটালের সাংসদ। তিনি বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।”

মঙ্গলবার ঘাটাল মাস্টারপ্ল্য়ান প্রসঙ্গ উঠতেই দেবকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “উনি ভালো ছেলে। কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী? উনি প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চায়নি। জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।”

পালটা দিয়ে দেব বললেন, আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। এই প্ল্য়ানটা এত সহজ হলে কবেই হয়ে যেত। এরপরই নাম না করে দিলীপকে সপাটে জবাব দিলেন দেব। বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।” পাশাপাশি তিনি আরও বললেন, “আমি জানি যতদিন না কাজ শেষ হবে আমাকেই গাল খেতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *