আদালতের নির্দেশ মেনে বেসরকারি হাসপাতালের পথে পার্থ, চিকিৎসা করাবেন নিজের টাকায়!

আদালতের নির্দেশ মেনে বেসরকারি হাসপাতালের পথে পার্থ, চিকিৎসা করাবেন নিজের টাকায়!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ মেনে বেসরকারি হাসপাতালে পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার রাত আটটা নাগাদ এসএসকেএম থেকে তাঁকে বের করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সূত্রের দাবি, বাইপাসের ধারে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে পার্থকে। সরকারি খরচে নয়, বেসরকারি হাসপাতালে তিনি নিজের টাকায় চিকিৎসা করাবেন, বলছে সূত্র। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ আদালতে জানিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাঁকে স্থানান্তরিত করা যায় এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। মঙ্গলবার দুপুরে সেই আবেদন মঞ্জুর করল আদালত। বিচারকের নির্দেশ ছিল, আজই তাঁকে স্থানান্তরিত করতে হবে। উল্লেখ্য, একই আবেদন জানিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান নিয়োগ দুর্নীতি কাণ্ডে  আরেক ধৃত ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র।   

উল্লেখ্য, জেলে থাকাকালীন ১৬ জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাঁকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা। পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। এরপর তাঁকে আইসিইউ-তেও রাখা হয়। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না পার্থ। তাই আদালতের দ্বারস্থ হন তিনি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *