আটকে সর্বশিক্ষা মিশনের টাকা, এবার বাংলাকে বঞ্চনা কার্যত স্বীকার করল কেন্দ্র

আটকে সর্বশিক্ষা মিশনের টাকা, এবার বাংলাকে বঞ্চনা কার্যত স্বীকার করল কেন্দ্র

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নন্দিতা রায়, নয়াদিল্লি: ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের মতো সর্বশিক্ষা মিশন খাতেও টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার বাংলাকে বঞ্চনার কার্যত স্বীকার করে নিল কেন্দ্র। 

সম্প্রতি এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বেশ কিছু প্রশ্ন সমেত একটি চিঠি লেখেন মথুরাপুরের সাংসদ তথা তৃণমূল নেতা বাপি হালদার। তিনি দাবি করেন সর্বশিক্ষা মিশন এবং পিএম-শ্রী খাতে রাজ্যগুলিকে কত টাকা দেওয়া হয়েছে তা প্রকাশ করুক কেন্দ্র। একইসঙ্গে তাঁর প্রশ্ন ছিল, সর্বশিক্ষা মিশন খাতে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা যা আটকে রয়েছে, তা কবে রাজ্যকে দেওয়া হবে? তার উত্তরে কেন্দ্রের তরফে একটি খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে বিজেপি শাসিত গুজরাটকে দেওয়া হয়েছে ১২৪৫ দশমিক ৫৪ কোটি টাকা, যোগীরাজ্য উত্তরপ্রদেশকে দেওয়া হয়েছে ৬২৬৪ দশমিক ৭৯ কোটি টাকা। আবার গেরুয়া রাজ্য হরিয়ানা পেয়েছে ৫৩৬ দশমিক ৪৪ কোটি টাকা। কিন্তু সেখানে বাংলার ভাঁড়ার শূন্য। ২০২৪-২৫ অর্থবর্ষে সর্বশিক্ষা মিশন খাতে বাংলাকে কোনও টাকাই দেয়নি কেন্দ্র।

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল বারবার অভিযোগ করেছে, কেন্দ্র সরকার বাংলার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রাখছে। বার বার তদন্তকারী দল পাঠিয়েও কোনও গরমিল খুঁজে পাচ্ছে না মোদি সরকার। স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টাকা আটকে রাখা হচ্ছে। এবার কেন্দ্রের তুলে ধরা খতিয়ানেই সেই কথা ফের একবার প্রমাণ হয়ে গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *