সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছরের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই আটটি ম্যাচ কোথায় কোথায় হতে পারে, তার জায়গা মোটামুটি ঠিক করে ফেলেছে বিসিসিআই।
আকর্ষণীয় বিষয় হল, সে অর্থে বড় শহরে এই ম্যাচগুলি হবে না। বরং সেগুলি হবে তুলনায় ছোট শহরে। তবে এই বিষয়ে বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে, শনিবার বোর্ডের অ্যাপেক্স কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, মোহালি, জয়পুর, রাজকোট, গুয়াহাটি, নাগপুর, ইন্দোর ও তিরুঅনন্তপুরমে ম্যাচগুলি হতে পারে। এই মিটিংয়েই নির্ধারিত হবে আইপিএলের সেলিব্রেশনে কী কী নির্দেশিকা পালন করতে হবে। এছাড়া আগামী মরশুমের ঘরোয়া ক্রিকেটের সূচিও ঠিক হতে পারে।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট আছে। যা হবে আহমেদাবাদ ও দিল্লিতে। এরপর সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া সফর আছে। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই সিরিজ চলবে। তারপর নভেম্বর-ডিসেম্বরে তিন ফরম্যাটের সিরিজের জন্য ভারতে আসবে দক্ষিণ আফ্রিকা। যার দুটি টেস্টের একটি হবে কলকাতায়। এছাড়া চারটি টি-টোয়েন্টি ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ হবে।
তারপর বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তারপর ফেব্রুয়ারি-মার্চে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভারত নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তারপর আইপিএল। অর্থাৎ ঘরে-বাইরে মিলিয়ে টানা সূচি রয়েছে টিম ইন্ডিয়ার।