সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখাদ বন্ধুত্বের গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক নীরজ ঘাওয়ান। ছবির নাম ‘হোমবাউন্ড’। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে নিখাদ এই বন্ধুতার গল্প। তবে তার আগে অস্কারের দৌড়ে এগিয়ে গেল এই ছবি।
শুক্রবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ এক বৈঠকে ভারতের বিভিন্ন ভাষার মোট ২৪টি ছবি থেকে বেছে নেওয়া হ্য ‘হোমবাউন্ড’ ছবিটিকে। আগামীতে এই ছবিই অস্কারের দৌড়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন অস্কারের অন্যতম বিচারক এন। চন্দ্র। এছাড়াও ছিলেন লেখিকা রত্নত্তমা সেনগুপ্ত, প্রযোজক সুরিন্দর সিং-সহ আরও অনেকে। ‘হোমবাউন্ড’ ছাড়াও তালিকায় রয়েছে আরও বেশকিছু ছবি। রয়েছে ‘তনভি দ্য গ্রেট’, ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’, কেশরী চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’, ‘কানাপ্পা’, ‘পানী’, ‘কুবেরা’র মতো ছবি।
উল্লেখ্য, নীরজ ঘওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। চলতি বছরে কান চলচ্চিত্র উ তসবে প্রদরসাহিত হয়েছিল এই ছবি। ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, বিশাল জেঠওয়া প্রমুখ। ২০২০ সালে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এই ছবিতে শুধুই বন্ধুত্ব নয়, বরং ফুটে উঠবে সমাজের বিভিন্ন দিক। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। এখন অপেক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর এই ছবি বড়পর্দায় মুক্তির।