অমৃত ভারত প্রকল্পে কোন রাজ্যে কত বরাদ্দ? অভিষেকের প্রশ্নে জবাব এড়াল কেন্দ্র

অমৃত ভারত প্রকল্পে কোন রাজ্যে কত বরাদ্দ? অভিষেকের প্রশ্নে জবাব এড়াল কেন্দ্র

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর এড়িয়ে গেল কেন্দ্র। অমৃত ভারত প্রকল্পের অধীনে কোন রাজ্যে কত বরাদ্দ? ক’টা স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে? প্রশ্ন করেন তৃণমূলের লোকসভার দলনেতা। কৌশলে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছে রেলমন্ত্রক।

এদিন রেলমন্ত্রককে অভিষেক জানতে চান অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু হওয়ার পর থেকে কোন রাজ্যে কোন বছর কতগুলি স্টেশন অনুমোদিত হয়েছে ও কাজ শেষ হয়েছে। রাজ্যওয়ারি কত অর্থ অনুমোদিত হয়েছে ও তার মধ্যে কত টাকা ব্যবহার হয়েছে? জবাবে ন’ পাতার বিস্তৃত উত্তর দিলেও কোন রাজ্যভিত্তিক ও সালভিত্তিক উত্তর দেয়নি রেল। শুধু বলা হয়েছে, গত তিন বছরে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য ৩৮ হাজার ৫৫৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার মধ্যে খরচ হয়েছে ২৫ হাজার ৯২৭ কোটি টাকা।

রেল জানিয়েছে, অমৃত ভারত প্রকল্পের প্রথম পর্বে ১০৫টি স্টেশনের সংস্কারের কাজ শেষ হয়েছে। এই ১০৫টি স্টেশনের নাম এবং কয়েকটি স্টেশনে উল্লেখযোগ্য কিছু কাজের কথাও উল্লেখ করা হয়েছে। তবে কোন রাজ্যের ক’টি স্টেশনে কত বরাদ্দ হয়েছে, সেটার বিস্তারিত উল্লেখ নেই ওই জবাবে। তৃণমূলের দাবি, ঘুরপথে অভিষেকের প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছে কেন্দ্র। এই প্রথম নয়, সম্প্রতি তৃণমূলের একাধিক সাংসদের একাধিক কড়া প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। আসলে অতীতে অভিষেকের একাধিক প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে সরকারকে। সেই অস্বস্তি এড়াতেই সম্ভবত এবার জবাব এড়ানোর চেষ্টা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *