অভয়া কাণ্ডের এক বছর, অভিশপ্ত দিনে নবান্ন অভিযানের ডাক পরিবারের

অভয়া কাণ্ডের এক বছর, অভিশপ্ত দিনে নবান্ন অভিযানের ডাক পরিবারের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ডের মর্মান্তিক ঘটনার এক বছর পেরতে চলল। অভিশপ্ত দিনকে স্মরণে রেখে আগামী ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। শনিবার সোদপুরে উলটোরথের অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর সন্ধ্যায় তিনি যান আর জি করের নির্যাতিতা তরুণীর বাড়িতে। শুভেন্দুকে পাশে নিয়েই নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতার বাবা।

একইসঙ্গে ফের ১৪ আগস্ট রাত দখলেরও আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, “শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে আমার মেয়ের নির্মম পরিণতি হয়েছে। এর দায় সরকার কখনোই এড়াতে পারে না। আগামী ৯ আগস্ট সেই ঘটনার এক বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। একই সঙ্গে আদালতে রাজ্য সরকারের যে ভূমিকা আছে, তার প্রতিবাদে ও ন্যায়বিচার ছিনিয়ে আনতে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সমস্ত রাজ্যবাসীকে আমরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। গত ১৪ আগস্ট কোটি কোটি মানুষ রাত দখলে নেমেছিলেন। আমি বলব, সমাজকে পরিবর্তন করতে আবার আগামী ১৪ আগস্ট মানুষ যেন পুনরায় রাত দখলে রাস্তায় নামেন। সরকারকে বুঝিয়ে দিতে হবে অন্যায় করছে। সরকারের উপর চাপ না রাখলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। কসবার ল-কলেজের নির্যাতিতা ছাত্রীর আমরা পাশে আছি। প্রয়োজনে আইনি অভিজ্ঞতা ভাগ করে নেব।”

নির্যাতিতা চিকিৎসকের বাবার এই আহ্বানকে সমর্থন জানিয়ে শুভেন্দু বলেন, “আমি আগেই প্রকাশ্যে বলেছিলাম ৯ আগস্ট ভয়ঙ্কর ঘটনার এক বছরের দিন নির্যাতিতা বোনের মা-বাবা যদি নবান্ন অভিযানের ডাক দেন তাহলে দলীয় পতাকা সরিয়ে রেখে আমরা সবাই আন্দোলন সংগঠিতও করব, অংশগ্রহণও করব। ওঁরা জানিয়েছেন ৯ তারিখও হোক, ১৪ আগস্ট রাত দখলের কর্মসূচি পালিত হোক। মা-বাবা দুজনেই থাকবেন। এক মাসের বেশি হাতে সময় থাকল। এই কর্মসূচি সফল করতে শুধু রাজনৈতিক সাথীদেরই নয়, সমস্ত শুভানুধ্যায়ী, বিগত আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে সম্মিলিতভাবে সংগঠিত করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *