‘অপারেশন সিন্ধু’তে গতি, যুদ্ধবিধ্বস্ত ইরান-ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৮৫ ভারতীয়

‘অপারেশন সিন্ধু’তে গতি, যুদ্ধবিধ্বস্ত ইরান-ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৮৫ ভারতীয়

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যে দু’দেশে আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। রবিবার রাতে মাশাদ থেকে ২৮৫ জনকে নিয়ে দিল্লিতে অবতরণ করে একটি বিশেষ বিমান। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত দুই দেশ থেকে ১৭১৩ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।

রবিবার বিকালে মাশাদ থেকে আসা বিমানের যাত্রীদের স্বাগত জানান বিদেশ প্রতীমন্ত্রী পবিত্র মারঘোরিতা। এদিকে রবিবার বিকালেই মাশাদ থেকে ৩১১ জন যাত্রীকে নিয়ে দেশে ফিরিছে আরও একটি বিমান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, অপারেশন সিন্ধুতে আরও গতি আনা হচ্ছে। খুব দ্রুত ইরান ও ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।



যুদ্ধজর্জর ইরান-ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরপরই দুই দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু শুরু করে নয়াদিল্লি। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। দেশের মাটিতে পা রেখেই বিমানবন্দর চত্বরে ভারত ‘মাতা কি জয়’ স্লোগান তোলেন উদ্ধার হওয়া ভারতীয়রা। এরই মধ্যে আরও একটি বিমান মাশাদ থেকে ২৮৫ জন ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে এসে নামল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *