অনলাইন গেমের নেশায় খোয়া গিয়েছে সর্বস্ব! হস্টেলের ঘরে উদ্ধার মহিষাদলের পড়ুয়ার দেহ

অনলাইন গেমের নেশায় খোয়া গিয়েছে সর্বস্ব! হস্টেলের ঘরে উদ্ধার মহিষাদলের পড়ুয়ার দেহ

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


চঞ্চল প্রধান, হলদিয়া: অনলাইন গেমে আসক্তির জেরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন পড়ুয়া! তার জেরে মানসিক অবসাদ! তা থেকেই আত্মহত্যা? মহিষাদলের গাড়ুঘাটা এলাকার ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মেসি’র দ্বিতীয় বর্ষে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উঠছে সেই প্রশ্ন। মঙ্গলবার দুপুরে কলেজ হস্টেলের রুম থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তবে আত্মহত্যা নাকি, খুন তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ পাত্র। বয়স ২২ বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার কাপাসদা গ্রামে । তিনি ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মেসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন কলেজের হস্টেলেই। মঙ্গলবার তার রুমের অপর দুই সহপাঠী বাইরে যান তাঁদের ব্যক্তিগত কাজে। সেই সুযোগে তিনি আত্মহত্যা করেন বলে দাবি একাংশের। হস্টেলের অন্যান্য পড়ুয়ারা উঠে পড়লেও বেলা গড়িয়ে দুপুর হয়ে পড়লেও অভিজিৎকে দেখা যাচ্ছিল না। রুমের কাছে গিয়ে বাইরে থেকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে সন্দেহ হওয়ায় দরজা কলেজ ছাত্ররা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সিলিং ফ্যানে গলায় কাপড় জড়ানো অবস্থায় ওই ছাত্রটিকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রুম থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে। ঘটনার পিছনে অনলাইন গেমের উঠে এসেছে বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। মোবাইল গেমে আসক্ত হয়ে দেনা, অবসাদে ওই আত্মহত্যা বলে কলেজের বেশ কিছু ছাত্র দাবি করেছেন।

কলেজের হস্টেলের ছাত্র মৃদুল পাল জানান, “আমি ওর থেকে জুনিয়র। পাশের রুমে থাকতাম। একটি দরকারের জন্য সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেও না পাওয়ায় নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানাই। তারপর জানতে পারি ও আত্মহত্যা করেছে।” নিরাপত্তা রক্ষী সুমন্ত দে জানান, “বেলা সাড়ে ১১টার পরেও অভিজিৎকে যোগাযোগ করা যাচ্ছিল না। রুমে গিয়ে ডাকাডাকি করি। তাতেও সাড়া না মেলায় কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। পরে দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।” মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে আধিকারিকদের পাঠাই। অভিজিৎ পাত্র নামে ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *