৪০ পেরলে যুব সংগঠনে নয়, ‘এক ব্যক্তি, এক পদ’ চাইছে দল, বারাসতের বৈঠকে বললেন অভিষেক

৪০ পেরলে যুব সংগঠনে নয়, ‘এক ব্যক্তি, এক পদ’ চাইছে দল, বারাসতের বৈঠকে বললেন অভিষেক

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলাভিত্তিক বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারাসতের নেতাদের সঙ্গে বৈঠকে সাফ জানালেন, বয়স চল্লিশ পেরলে যুব সংগঠনে আর নয়। পাশাপাশি তিনি আরও বলেন, “এক ব‌্যক্তি দুই পদ আঁকড়ে থাকেন, তা চাইছে না দল।” এদিনের বৈঠকে প্রবীন-নবীনদের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার কথাও বলেন তিনি।

মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের অফিসে বারাসত ও তমলুকের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারাসতের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতেই জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সুস্থ থাকার কথা বলেন। এরপরই বৈঠকে নেতাদের জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি। নবীন ও প্রবীনদের মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষের জন্য কাজ করার কথা নির্দেশ দেন। এই বৈঠকেই তিনি জানান, চল্লিশ পেরলে আর যুব সংগঠনের দায়িত্বে নয়। সেক্ষেত্রে তাঁকে মাদার সংগঠনের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান অভিষেক। এদিন অভিষেক আরও বলেন, ‘লোকসভার ফল অত্যন্ত খারাপ হয়েছে। কিন্তু বিধানসভায় সব দিক থেকে বিজেপিকে মোকাবিলা করতে হবে। জনপ্রতিনিধিদের প্রচুর দায়িত্ব রয়েছে।’ প্রত্যেককে নিজের জেলায়, নিজের কেন্দ্রে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি। প্রতিমুহূর্তে মানুষের পাশে থাকতেই হবে, নির্দেশ তৃণমূল সেনাপতির।

তমলুকের নেতৃত্বের সঙ্গে বৈঠকেও এদিন জনসংযোগে জোর দেওয়ার কথাই বলেন অভিষেক। আগামী বিধানসভা নির্বাচনে সব কটি বিধানসভা কেন্দ্র যাতে বিজেপি শূন্য করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার কথা বলেন তিনি। সংগঠন মজবুত করতে ব্লকস্তরের নেতাদের গোপন টিপসও দেন। নন্দীগ্রাম নিয়ে বিশেষ ভাবনার কথাও বৈঠকে জানান তৃণমূল সেনাপতি। ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচি গুলিকে হাতিয়ার করেই বুথে বুথে আরও জোট বেঁধে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *