‘কোনও সহানুভূতির দরকার নেই’, ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিতে ‘শূন্য থেকে কামব্যাকের’ শপথ পৃথ্বীর

‘কোনও সহানুভূতির দরকার নেই’, ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিতে ‘শূন্য থেকে কামব্যাকের’ শপথ পৃথ্বীর

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। রবি শাস্ত্রী পর্যন্ত বলেছিলেন, শচীন, লারা, শেহওয়াগের সংমিশ্রণ। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। অবশেষে ঘরোয়া ক্রিকেটে দল বদলে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন পৃথ্বীর। তারপরই তাঁর ঘোষণা, কারও সহানুভূতির প্রয়োজন নেই।

কেরিয়ার বাঁচাতে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। চেন্নাইয়ে বুচিবাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের ম্যাচ চলছে ছত্তিশগড়ের বিরুদ্ধে। সেখানে ১২২ বলে সেঞ্চুরি হাঁকান পৃথ্বী। কঠিন পিচে মহারাষ্ট্রের টপ অর্ডারকে ভরসা দেন পৃথ্বী। দলের ৪৪তম ওভারে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। তারপর ড্রেসিংরুমের দিকে ব্যাট তুলে সেলিব্রেট করেন। ১৪টি চারের পাশাপাশি একটি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। চেহারা দেখেও মনে হল, ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন।

তারপরই পৃথ্বীর ঘোষণা, “আমি কারও সহানুভূতি চাই না। আবার শূন্য থেকে শুরু করতে আমার কোনও আপত্তি নেই। আমি অনেক উত্থানপতন দেখেছি। আমি বিশ্বাস করি, জীবনে সব কিছুই সম্ভব। আমি নিজে আত্মবিশ্বাসী। সেই বিশ্বাসটা বজায় রাখতে চাই। আশা করি, এই মরশুমটা আমার ও দলের জন্য ভালো যাবে। আমি বিরাট কিছু বদল করছি না। গোড়ার বিষয়গুলো নিয়েই পরিশ্রম করছি। যেরকম করে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলাম। পরিশ্রম করছি, জিমে খাটছি, দৌড়চ্ছি। ১২ বছর বয়স থেকে এটাই করে চলেছি। সোশাল মিডিয়া থেকেও দূরত্ব বজায় রাখছি।”

গত ঘরোয়া মরশুমের বেশিরভাগ সময় উপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন পৃথ্বী। সেই কারণেই চলতি বছরের শুরুতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বই। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। এমনকী বাদ পড়েছিলেন মুম্বইয়ের বিজয় হাজারে দল থেকেও। নতুন মরশুমে দলবদল করেই সাফল্য। সেঞ্চুরি করে কি কামব্যাকের ইঙ্গিত দিয়ে রাখলেন পৃথ্বী?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *