Zubeen Garg Loss of life Case | জুবিন গর্গের রহস্যমৃত্যু, গ্রেপ্তার ম্যানেজার ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার

Zubeen Garg Loss of life Case | জুবিন গর্গের রহস্যমৃত্যু, গ্রেপ্তার ম্যানেজার ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের রহস্যমৃত্যুর ঘটনায় (Zubeen Garg Loss of life Case) গ্রেপ্তার করা হল গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্তকে। জানা গিয়েছে, গায়কের ম্যানেজারকে তাঁর গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরা মাত্র ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় শ্যামকানু মহন্তকে। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে ফিরিয়ে আনা হয়েছে এই ২ অভিযুক্তকে। এর আগে এই মামলায় গায়কের ড্রামার শেখরজ্যোতিকে গ্রেপ্তার করেছিল সিট (SIT)।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন (Zubeen Garg)। কিন্তু সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান গায়ক। ময়নাতদন্তের পর গুয়াহাটিতে এসে পৌঁছায় জুবিনের দেহ। যদিও সিঙ্গাপুর থেকে আসা গায়কের মৃত্যুর শংসাপত্রে উল্লেখ রয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এনিয়ে আলাদা করে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

গায়কের মৃত্যুর তদন্তের জন্য অসম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি সিট গঠন করেছিল। সেই বিশেষ তদন্তকারী দলই তদন্তের কারণে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য আগেই তলব করেছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই বলেছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত এবং শর্মার বিরুদ্ধে একটি ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে, যাতে তাদের ৬ অক্টোবরের মধ্যে সিআইডির সামনে হাজির হতে বলা হয়েছে। কিন্তু নোটিশ জারি হওয়ার পর খোঁজ মিলছিল না তাঁদের। এরপরই এল গ্রেপ্তারির খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *