Zubeen Garg Demise Case | জুবিন গর্গের রহস্যমৃত্যু, গায়কের ময়নাতদন্তের রিপোর্ট ভারতের হাতে তুলে দিল সিঙ্গাপুর পুলিশ

Zubeen Garg Demise Case | জুবিন গর্গের রহস্যমৃত্যু, গায়কের ময়নাতদন্তের রিপোর্ট ভারতের হাতে তুলে দিল সিঙ্গাপুর পুলিশ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg Demise Case) মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট (Submit Mortem) ভারতের হাতে তুলে দিল সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। শুক্রবার এক বিবৃতিতে সিঙ্গাপুর পুলিশ জানায়, রিপোর্টটি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও বা ছবি ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, গতকাল অসম পুলিশের সিআইডি জুবিনের দুই ঘনিষ্ঠ সহযোগী, সহ সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও সহ গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান জুবিন। তাঁর মরদেহ প্রথমে দিল্লি আনা হয়। পরে একটি বাণিজ্যিক বিমানে করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অসমজুড়ে শোকের আবহ। এদিকে গায়কের অকাল প্রয়াণে নানা প্রশ্ন উঠে আসে। জুবিনের স্ত্রী গরিমা আশঙ্কা প্রকাশ করেন স্বামীর মৃত্যু নিয়ে। গোটা ঘটনায় তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *