Zubeen Garg | ৫২ বছর বয়সে থেমে গেল জীবন, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু গায়ক জুবিনের

Zubeen Garg | ৫২ বছর বয়সে থেমে গেল জীবন, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু গায়ক জুবিনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা। মৃত্যু হল গায়ক জুবিন গর্গের (Zubeen Garg)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

অসমের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী (Singer) জুবিন। সিঙ্গাপুরে গিয়েছিলেন উত্তর-পূর্ব উৎসবে অংশগ্রহণ করতে। শুক্রবার সন্ধ্যায় তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গিয়েছে, সিঙ্গাপুর পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শোনা যাচ্ছে, জুবিনের খবর পেয়েই দ্রুত সিঙ্গাপুরে যাচ্ছেন তাঁর স্ত্রী।

১৯৭২ সালের ১৮ নভেম্বর জোড়হাটে জন্মগ্রহণ জুবিন গর্গের। ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবে পরিচিত। জুবিন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন। তারপর একের পর এক অসাধারণ গান গেয়েছেন তিনি। অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। হিন্দি-বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন। জানে ক্যায়া চাহে মন, দিল তু হি বাতা, পিয়া রে পিয়া রে-মত গান আজও হৃদয়ে আপামর জনগণের। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *