উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল গায়ক জুবিন গর্গের (Zubeen Garg)। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সংগীতমহল। সিঙ্গাপুরে গানের অনুষ্ঠান ছিল জুবিনের। তার একদিন আগে সেই অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছিলেন জুবিন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
পরনে কালো রংয়ের টি-শার্ট ও প্যান্ট। গলায় নজরকাড়া হার। ভিডিও’য় সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন জুবিন। ২০ ও ২১ সেপ্টেম্বর এই ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে হিন্দি, বাংলা ও ইংরেজি গান গাইবেন বলে জানিয়েছিলেন তিনি। অনুরাগীদের উদ্দেশে জুবিন আশ্বাস দিয়েছিলেন, দুই দিন ধরে চলা এই অনুষ্ঠানে তিনি থাকবেন। উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন।
অসমের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী (Singer) জুবিন। শুক্রবার সন্ধ্যায় তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গিয়েছে, সিঙ্গাপুর পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জোড়হাটে জন্মগ্রহণ জুবিন গর্গের। ‘উত্তর-পূর্বের রকস্টার’ হিসাবে পরিচিত। জুবিন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ দিয়ে খ্যাতি অর্জন করেন। তারপর একের পর এক অসাধারণ গান গেয়েছেন তিনি। অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। হিন্দি-বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন। জানে ক্যায়া চাহে মন, দিল তু হি বাতা, পিয়া রে পিয়া রে-মত গান আজও হৃদয়ে আপামর জনগণের। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘অসমের বড় ক্ষতি। অসম তাঁর প্রিয় সন্তানদের একজনকে হারাল। ভাষায় প্রকাশ করতে পারব না জুবিন আমাদের কাছে কী ছিল। তাঁর শূন্যস্থান পূরণ করা অসম্ভব।’