উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)-এর রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) বৃহস্পতিবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এর ফলে এই মামলায় মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো ৪। ধৃতদের মধ্যে রয়েছেন জুবিনের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্ত।
পুলিশ সূত্রে খবর, গত ১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালীন সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন গোস্বামী ও মহন্ত। বিশেষ তদন্তকারী দল (SIT) আরও জানিয়েছে যে, ঘটনার সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, শেখরজ্যোতি গোস্বামী সাঁতার কাটার সময় জুবিনের অত্যন্ত কাছাকাছি ছিলেন। অন্যদিকে, অমৃতপ্রভা মহন্ত তার সেলফোনে পুরো ঘটনাটি রেকর্ড করেছিলেন। গত ছয় দিন ধরে তাঁদের দুজনকেই জেরা করা হচ্ছিল।
এর আগে, বুধবার জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল ম্যানেজার শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita, BNS)-এর ১০৩ ধারায় ‘খুনের’ অভিযোগ যুক্ত করা হয়েছে। এছাড়া, তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
অসম সিআইডি(CID)-র বিশেষ ডিরেক্টর জেনারেল এবং সিট(SIT)-এর প্রধান মুন্না গুপ্তা বলেন, “তদন্ত চলছে, এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে আমরা ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা (খুন)-এর অভিযোগ যুক্ত করেছি।”
এই ঘটনায় জুবিনের স্ত্রী গরিমা গর্গ ন্যায়বিচারের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তদন্ত চলছে এবং তাঁরা তাঁদের মতো করে বিষয়টি দেখছে। আমার আইনি ব্যবস্থা ও তদন্তের ওপর সম্পূর্ণ আস্থা আছে। খুব দ্রুত আমরা জানতে পারব সেদিন কী হয়েছিল এবং কে কোন অপরাধের জন্য দোষী।”