উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ৫২ বছর বয়সে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী। ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই গত শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়েই প্রাণ হারান তিনি। প্রথম থেকেই গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অসমের ভূমিপুত্রের মৃত্যু নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma)। এবার এরই মাঝে সিঙ্গাপুর হাইকমিশন কর্তৃক জারি করা জুবিনের মৃত্যুর শংসাপত্র (Dying Certificates) এসে পৌঁছেছে। জলে ডুবেই গায়কের মৃত্যু (Drowning) হয়েছে বলে উল্লেখ রয়েছে ওই শংসাপত্রে। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তবে তদন্ত চালিয়ে যাওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে পাঠানো মৃত্যুর শংসাপত্রে গায়কের মৃত্যুর কারণ হিসেবে জলে ডুবে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। তবে অসম সরকার যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘এটি তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং মৃত্যুর শংসাপত্র দু’টো আলাদা। আমরা সমস্ত নথিপত্র সিআইডিকে দেব। অসম সরকারের মুখ্যসচিব যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।’
এদিকে, রবিবার ভোরেই গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছায় জুবিনের কফিনবন্দি দেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma)। এরপর গায়কের দেহ প্রথমে তাঁর কাহিলিপাড়ার বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তা অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে এনে রাখা হয়। প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় জমিয়েছিলেন প্রচুর ভক্তরা। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা নাগাদ কামারকুচি গ্রামে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হবে।