উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরের মরশুমের আইপিএলে (IPL) লখনউ সুপার জায়ান্টসে (LSG) দেখা যাবে না জাহির খানকে (Zaheer Khan)। গত বছর মেন্টর হিসাবে লখনউয়ের সঙ্গে যুক্ত ছিলেন জাহির খান।
২০২৪ আইপিএলে জাহিরকে দলের মেন্টর হিসাবে নিযুক্ত করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। তবে জাহিরের পারফরম্যান্সে খুশি নয় টিম কর্তৃপক্ষ। তাই তাঁকে ওই বছর আইপিএল শেষ হতেই ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় টিম ম্যনেজমেন্ট। এর মধ্যে শোনা যাচ্ছে জাহিরও দলের সঙ্গে থাকতে চাইছেন না।
যদিও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি এখন ইংল্যান্ডে রয়েছেন। দ্য হান্ড্রেড নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানে তাঁর দল খেলছে। তিনি দেশে ফেরার পর জাহিরকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে।
তবে ইতিমধ্যে দলের বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে (Bharat Arun) নিযুক্ত করেছে ম্যানেজমেন্ট। কিন্তু নতুন যাঁকেই দায়িত্ব দেওয়া হোক না কেন তাঁর ওপর গোয়েঙ্কার অন্য দলগুলোরও দায়িত্ব থাকবে। ফলে এলএসজি ছাড়াও দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টস এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দেখভালও করতে হবে নতুন মেন্টরকে।
দলের এক কর্তা বলেন, ‘বোলিং কোচ ভরত অরুণকে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি। দলের জন্য তিনি তরুণ প্রতিভা খুঁজে বের করবেন। এছাড়াও ডারবান সুপার জায়ান্টসের বোলারদের কোচিং করাবেন। পরের মরসুম থেকে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের সঙ্গেও কাজ করবেন ভরত।’
লখনউয়ের দায়িত্ব নেওয়ার আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত জাহির মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি মুম্বইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন। পরে হেড অফ গ্লোবাল ডেভেলপমেন্ট হন। কিন্তু গত বছর আইপিএলে লখনউয়ের সঙ্গে যুক্ত হন। কিন্তু টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মত পারফরম্যান্স করতে পারেননি দল। সেই কারণের পাশাপাশি দলে গুরুত্ব কমে যাওয়ায় হয়ত দায়িত্ব ছাড়তে চাইছেন জাহির।