Yashwant Varma | ‘কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়’, বিচারপতি বর্মার বদলির নির্দেশে কর্মবিরতিতে আইনজীবীরা

Yashwant Varma | ‘কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়’, বিচারপতি বর্মার বদলির নির্দেশে কর্মবিরতিতে আইনজীবীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন ইলাহাবাদ হাই কোর্টের আইনজীবীরা। কারণ, বিচারপতি যশবন্ত বর্মার ইলাহাবাদ হাই কোর্টে বদলির নির্দেশ। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশেই অসন্তুষ্ট ইলাহাবাদ হাই কোর্টের আইনজীবীরা। উল্লেখ্য সোমবার বিচারপতি বর্মার বদলির বিষয়টি নিশ্চিত করে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০ ও ২৪ মার্চের বৈঠকে বিচারপতি বর্মাকে দিল্লি হাই কোর্ট থেকে ইলাহাবাদ হাই কোর্টে বদলির সুপারিশ মরা হয়। ২০ মার্চ কল্রজিয়ামের তরফেই তাঁকে বদলির প্রস্তাব পেশ করা হয়েছিল। এদিন সেই প্রস্তাবই গৃহীত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের তরফে বর্মার বদলির সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। এবার অপেক্ষা কেন্দ্রের সবুজ সংকেতের।

এই প্রসঙ্গে  ইলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি বলেন,  ‘‘ভারতের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে, বিচারপতি বর্মাকে যেন ইলাহাবাদ হাই কোর্ট বা অন্য কোনও আদালতে বদলি করা না হয়। কারণ, কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে তাঁর দিল্লিতে থাকা উচিত।’’

উল্লেখ্য, হোলির ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই আগুন নেভাতে গিয়ে বিপুল পরিমাণ হিসাব-বহির্ভুত টাকার খোজ পায় দমকল বাহিনী। এই খবর প্রকাশ্যে আসার পরেই বিচারপতি বর্মার দিল্লি হাই কোর্ট থেকে ইলাহাবাদ হাই কোর্টে বদলির সিদ্ধান্তের খবরটি সামনে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *