Yashasvi Jaiswal | ‘সুযোগ আসবেই, প্রস্তুত থাকতে হবে’, কেন বাদ, যুক্তি খুঁজে পাচ্ছেন না যশস্বীর কোচ

Yashasvi Jaiswal | ‘সুযোগ আসবেই, প্রস্তুত থাকতে হবে’, কেন বাদ, যুক্তি খুঁজে পাচ্ছেন না যশস্বীর কোচ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মুম্বই: ওডিআই ম্যাচ না খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক। টি২০ বিশ্বকাপ জয়ের পর আরও এক আইসিসি টুর্নামেন্টকে ঘিরে স্বপ্নে বিভোর ছিলেন। যদিও শুরুর আগেই স্বপ্নভঙ্গ। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের বাড়তি স্পিনার নেওয়ার ভাবনায় চূড়ান্ত দল থেকে বাদ। বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করতে গিয়ে দুবাইগামী দলে জায়গা হয়নি যশস্বী জয়সওয়ালের। যে পদক্ষেপের জুতসই কারণ খুঁজে পাচ্ছেন না তরুণ ব্যাটারের কোচ জোয়ালা সিং।

এক সাক্ষাৎকারে যশস্বীর কোচ বলেছেন, ‘আমার ধারণা, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের পারফরমেন্সের সুবাদেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছিল। রোহিত শর্মাকেও একাধিকবার বলতে শুনেছি, যশস্বী খুব ভালো ছন্দে রয়েছে। অথচ প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে কেন ওর নাম নেই, কারণ আমার বোধগম্য নয়। তবে নির্বাচকদের সিদ্ধান্ত মানতে হবে। ওরা টিম কম্বিনেশন নিয়ে কী ভাবছে, কী চাইছে তাকে সম্মান জানানো প্রয়োজন। অল্প বয়স। আরও উন্নতির সুযোগ রয়েছে ওর সামনে। আবারও সুযোগ আসবে। যার অপেক্ষায় পরিশ্রম করে যেতে হবে যশস্বীকে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ওডিআই-অভিষেকও হয়। যার হাত ধরে তিন ফর্ম্যাটেই জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর বৃত্ত সম্পূর্ণ। যদিও খুশিটা ক্ষণস্থায়ী। পরের দুই ম্যাচে জায়গা হয়নি। ছাঁটাই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। জোয়ালা বলেছেন, ‘অভিষেক ম্যাচ। ১৫ রানের চেয়ে হয়তো বেশি করতে পারত। কিন্তু ক্রিকেট এমনই। হাজারো চ্যালেঞ্জ। ওর কাছে ওডিআই ফর্ম্যাট নতুন করে শেখার মঞ্চ। ব্যর্থতা মানে নিজেকে নতুনভাবে তৈরির দরকার। প্রয়োজন নিজের স্কিলের উন্নতিরও। আমি নিশ্চিত, সুযোগ আসবে। প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৈরি থাকতে হবে পরের সুযোগের জন্য।’

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া ধাক্কা সরিয়ে রাখলে পারফরমেন্স গ্রাফ চোখে পড়ার মতো। ২০২৩ সালে অভিষেক। ২ বছরের মধ্যে টেস্টে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। ছাত্রের যে সাফল্যে গর্বিত জোয়ালা বলেছেন, ‘২০২৩ থেকে যেভাবে এগিয়েছে, আমি খুশি। অভিষেক টেস্টে ১০০। দ্বিশতরানও করেছে। গড়েছে একাধিক নজিরও। সফল অস্ট্রেলিয়া সফরেও। টেস্ট ফর্ম্যাটে যথেষ্ট সফল। বড় স্কোর রয়েছে টি২০-তেও। ওই সাফল্যে কোচ হিসেবে আমি গর্বিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *