নয়াদিল্লি: ২০২৭ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজন করতে চাইছে ভারত। প্রথম দুইটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। তৃতীয় ফাইনালও বিলেতের মাটিতে বসবে। তবে চলতি ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তে খেতাবি যুদ্ধের আয়োজনে উৎসাহী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর, এই ব্যাপারে উদ্যোগী বিসিসিআই।
ভারতের যে উদ্যোগের পথে কাঁটা সেই পাকিস্তান। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে দল পাঠায়নি বিসিসিআই। পালটা হিসেবে ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ডও। যে অবস্থানের ছায়া পড়ার আশঙ্কা থাকবে ভারতে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে বিসিসিআইয়ের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
পাক-কাঁটা থাকলেও খবর, বিসিসিআই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পেতে আগ্রহী। সূত্রের খবর, গত মাসে জিম্বাবোয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এগজিকিউটিভ কমিটির বৈঠকে যা নিয়ে আলোচনা হয়েছে। আইসিসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিসিসিআই প্রধান জয় শা’র উপস্থিতিতে বৈঠকে ছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও। বৈঠকে ভারতের তরফে এই প্রস্তাব দেওয়া হয়।
বোর্ডের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘ভারত যদি পরবর্তী ডব্লিউটিসি ফাইনালে ওঠে এবং খেতাবি যুদ্ধ যদি ভারতে হয়, ব্যাপারটা দারুণ হবে। এমনকি ভারত ফাইনালের টিকিট না পেলেও সেরা দুই দলের লড়াই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। আমরা আশাবাদী।’