World Check Championship | বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপ বাড়ল পুরস্কারমূল্য

World Check Championship | বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপ বাড়ল পুরস্কারমূল্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দুবাই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কারমূল্য বাড়াল আইসিসি। ১১ জুন থেকে লর্ডসে টেস্টের সর্বোচ্চ খেতাবের লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তার আগে পুরস্কারমূল্য বাড়ানোর ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় টাকায় যা প্রায় ৩০ কোটি ৭৭ লক্ষ। গত দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পেয়েছিল ১.৬ মিলিয়ন ডলার। রানার্সরা পাবে ২.১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৭ কোটিরও বেশি টাকা।

টেস্ট ক্রিকেটের ওপর যে আইসিসি বিশেষ গুরুত্ব দিচ্ছে তারই প্রমাণ এই পুরস্কারমূল্য বৃদ্ধি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘টেস্ট ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে আইসিসি। নতুন সাইকেল শুরুর আগে নয় দলের এই প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হল।’

শুধু চ্যাম্পিয়ন ও রানার্স দলই নয়, বাড়তি পুরস্কার পাবে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ দেশই। তৃতীয় স্থানে শেষ করা ভারত পাবে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ নিউজিল্যান্ডের প্রাপ্তি ১.২ মিলিয়ন মার্কিন ডলার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *