উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার হোয়াইট হাউসের বাইরে এক বন্দুকধারী ব্যক্তিকে গুলি করে ধরাশায়ী করল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। যদিও সেইসময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না বলেই জানা গিয়েছে।
সিক্রেট সার্ভিস সূত্রে জানা গিয়েছে, শনিবার স্থানীয় সূত্র মারফত তাঁদের কাছে খবর আসে যে, একজন আত্নহত্যাপ্রবন ব্যক্তি ওয়াশিংটন থেকে ইন্ডিয়ানার দিকে এসেছে, যার উদ্দেশ্য সম্বন্ধে তারা নিশ্চিত নন। এরপর একটি গাড়ির সন্ধান মেলে হোয়াইট হাউসের অদূরে। একজন ব্যক্তিকেও দেখতে পাওয়া যায় যার চেহারাও সূত্রের বর্ননা করা ব্যক্তির সঙ্গে মিলে যাচ্ছিল।
এরপরেই সিক্রেট সার্ভিসের অফিসারেরা তাঁকে আটকাতে গেলে সে তাঁদের দিকে বন্দুক তাক করে। অফিসারেরাও পালটা গুলি চালালে অপরিচিত ওই বন্দুকধারী মাটিতে লুটিয়ে পড়ে।এরপর তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনাপ্রসঙ্গে সিক্রেট সার্ভিসের প্রধান অ্যান্টোনি গাগ্লিএল্মি সমাজমাধ্যমে লেখেন, ‘৯ মার্চ মধ্যরাতের পর(স্থানীয় সময়) ১৭ ও জি স্ট্রিটস এনডব্লিউ-তে একজন ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মীদের সশস্ত্র সংঘর্ষ ঘটে।’