West Indies ! ২৭ রানে অল আউট! ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার ময়নাতদন্তে বোর্ড

West Indies ! ২৭ রানে অল আউট! ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার ময়নাতদন্তে বোর্ড

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪.৩ ওভারে ২৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ় (West Indies) দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এমন ব্যাটিং বিপর্যয় বিতর্ক তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস্টনের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজ়ের সাতজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দুই অঙ্কের রানের ঘরে পৌঁছেছেন মাত্র একজন।
ওই দেশের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা (Brian Lara) নাম না করে আইপিএল সহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগগুলিকে বিঁধেছেন। এছাড়াও বিভিন্ন দেশে টেস্ট ক্রিকেটের (Check cricket) জনপ্রিয়তা কমার জন্য আইসিসির ওপরেও দোষ চাপিয়েছেন লারা।

একটি সাক্ষাৎকারে লারা বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আমরা প্রথম শ্রেণির ক্রিকেট, কাউন্টি ক্রিকেট খেলতাম। কিন্তু বর্তমানে গুরুত্ব পাচ্ছে বেশ কিছু লিগের পারফরমেন্স। সেখানে খেলে জাতীয় দলে জায়গা পাওয়ার চেষ্টা করছে এখনকার ক্রিকেটারেরা। তার প্রভাব পড়ছে টেস্ট ক্রিকেটে।

ওয়েস্ট ইন্ডিজ়ের আরও এক প্রাক্তন অধিনায়ক কার্ল হুপার (Carl Hooper) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডও দায় এড়াতে পারে না। তাদের বেশ কিছু সিদ্ধান্তের জন্য এমন ফল।’

দলের এমন বিপর্জয়ের পরে নড়েচড়ে বসেছে ওই দেশের ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, শিবনারায়ণ চন্দ্রপাল, ডেসমন্ড হেইনস এবং ইয়ান ব্র্যাডশকে। লারার সাহায্য এবং পরামর্শ চেয়েছেন বোর্ডের সভাপতি কিশোর শ্যালো (President Kishore Shallow)।

তিনি জানিয়েছেন, প্রাক্তন ক্রিকেটারেরা ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটির বৈঠকে থাকবেন। সেখানে দলের ব্যর্থতার পর্যালোচনা করা হবে। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ শুনে পরবর্তী পদক্ষেপ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *