উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝে কয়েকদিন স্বস্তি দিয়েছিল বৃষ্টি। তবে শনি থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। আবহাওয়া (West Bengal Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। এদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে।
পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে গরম হাওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে। ফলে দুর্বল হচ্ছে মৌসুমী অক্ষরেখা। আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। তাই বৃষ্টির সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ। ১২ জুনের আগে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা কম। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তার আগে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।