উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য দপ্তরের (Well being Division) তরফে সোমবার বিজ্ঞপ্তি (Discover) জারি করে ডেন্টাল (dental)-সহ এমবিবিএসের (MBBS) ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওবিসি সংক্রান্ত মামলার জটিলতার কারণে এমন সিদ্ধান্ত। ফলে পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ পড়ুয়াদের ভবিষ্যৎ।
সপ্তাহ দেড়েক আগে এমবিবিএস ও বিডিএস অর্থাৎ ডেন্টালের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই প্রক্রিয়ার রবিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দাখিলের কাজ রাতে মিটে গিয়েছিল। তার ভিত্তিতে বুধবার ফলপ্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে ওই বিজ্ঞপ্তি দেওয়ায় পড়ুয়াদের একাংশ রাজ্যের বাইরে পাড়ি দেবে এনিয়ে কোনও সন্দেহ নেই।
এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনের রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক সামস মুসাফির। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর আইনি জটিলতার অজুহাত দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে উচিত নয়। ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূ্র্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা মানে পড়ুয়াদের পঠনপাঠনের সময় সঙ্কুচিত করা। এর প্রভাব ভবিষ্যতে শুধু ডাক্তারি শিক্ষার ওপর নয়, সমগ্র স্বাস্থ্য পরিষেবার ওপরেও পড়বে। ফলে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হতে পারে। তাই আইনি জটিলতা কাটিয়ে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। না হলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।