উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটায় আটটা বাজলেই বাইরে প্রখর রোদ। তার সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা। জোড়া ফলায় ত্রাহি ত্রাহি রব। বাড়ির বাইরে বেরনো যেন দুষ্কর। কী পরে যে বাইরে বেরলে একটু আরাম হবে, তা বোঝাই মুশকিল। শাড়ির কথা তো ভাবাই যাচ্ছে না। তবে এই ভাবনা বদলান আজই। কারণ, কয়েকটি টিপসে তীব্র গরমে শাড়ি পরেও থাকতে পারেন কুল।
আপনি কি সিল্ক শাড়ি পরতে বেশি ভালোবাসেন? তবে এই গরমে সিল্কের শাড়ি পরবেন না। পরিবর্তে সুতি, মলমল, লিনেন, শিফনের শাড়ি বেছে নিন। এই ধরনের শাড়িগুলি হালকা এবং নরম হয়। তাই তা তীব্র গরমে আরামদায়ক। প্রায় চল্লিশের ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা। এই পরিস্থিতিতে ব্লাউজ বাছাইয়ের আগে সাবধান। প্যাডেড ব্লাউজ পরবেন না। পরিবর্তে স্লিভলেস, হল্টার নেক ব্লাউজ বাছুন। বেশি আঁটসাঁট করে শাড়ি পরবেন না। পরিবর্তে হালকা করে শাড়ি পরুন। এই তীব্র গরমে শাড়ি পরার ধরন হোক না একটু অগোছালো, তাতে ক্ষতি নেই। তীব্র গরমে শাড়ির সঙ্গে ভারী মেকআপ করবেন না। গয়নাগাটিও হোক সামান্য়। তাহলেই শাড়ি পরেও থাকবেন কুল।