Water Metro | দেশের বিভিন্ন জায়গায় চালু হবে ওয়াটার মেট্রো! কী জানালেন ‘কোচি প্রজেক্ট’-এর প্রধান?

Water Metro | দেশের বিভিন্ন জায়গায় চালু হবে ওয়াটার মেট্রো! কী জানালেন ‘কোচি প্রজেক্ট’-এর প্রধান?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোচি ওয়াটার মেট্রোর সফল পরিচালনার পর এবার দেশের আরও ২১ টি জায়গায় ওয়াটার মেট্রো চালু করার কথা ভাবছে কেন্দ্র। খবরটি জানিয়েছেন, কোচি প্রজেক্টের ম্যানিজিং ডিরেক্টর লোকনাথ বেহেরা।

এই প্রসঙ্গে জনৈক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘যেসব জায়গায় এই ব্যবস্থাটি চালু হতে পারে তার মধ্যে অন্যতম হল, গোয়া, আহমেদাবাদ, শ্রীনগর, লাক্ষাদ্বীপ ও গুয়াহাটি। মুম্বইতে ইতিমধ্যেই এই ব্যাবস্থাটি কত দ্রুত শুরু করা সম্ভব সেই বিষয়টি খতিয়ে দেখার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।’ তিনি আরও জানান যে, এই পরিবহন ব্যবস্থাটিতে খরচও হবে অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় অনেকটাই কম। এর পাশাপাশি এতে পরিবেশ দূষণও অনেকটা কম হবে। কোচি ওয়াটার মেট্রো ব্যবস্থায় এই মুহূর্তে ২০ টি ইলেক্ট্রিক বোট রয়েছে। এই সংখ্যাটিকে তিনি বাড়িয়ে ৭৮ পর্যন্ত নিয়ে যাওয়ার কথাও বলেন। প্রসঙ্গত, কোচি ওয়াটার মেট্রো চালু হয়েছিল ২০২৩ সালে। আর এই দুই বছরে প্রায় ৪০ লক্ষেরও অধিক মানুষ যাতায়াত করেছেন এই ওয়াটার মেট্রোতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *