Washington | শুধু অ্যাপল নয়, স্যামসাংকেও শুল্ক হুঁশিয়ারি ট্রাম্পের!

Washington | শুধু অ্যাপল নয়, স্যামসাংকেও শুল্ক হুঁশিয়ারি ট্রাম্পের!

ব্লগ/BLOG
Spread the love


ওয়াশিংটন: ‘অ্যাপল’-এর পর এবার ‘স্যামসাং’ সহ অন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বাইরে তৈরি হওয়া বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন আমেরিকার বাজারে বিক্রি করলে তাদের থেকেও চড়া শুল্ক নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ‘এটা শুধু অ্যাপলের জন্য নয়, স্যামসাং সহ যে কোনও ফোন নির্মাতার জন্যই প্রযোজ্য হবে। নাহলে এটা ন্যায্য হবে না। যেসব কোম্পানি আমেরিকায় কারখানা বানাবে, তাদের জন্য অবশ্য কোনও শুল্ক থাকবে না।’ট্রাম্পের এই ঘোষণার পর অ্যাপলের শেয়ারদর ২.৬ শতাংশ কমে যায়, যার ফলে সংস্থা প্রায় ৭,০০০ কোটি ডলারের বাজারমূল্য হারায়।

‘স্যামসাং’ দক্ষিণ কোরিয়ার একটি বহুজাতিক প্রযুক্তি সংস্থা। আমেরিকার বাজারেও ‘স্যামসাং’-এর মোবাইল ফোন বিক্রি হয়। তবে ‘অ্যাপল’-এর মতো স্যামসাংও নিজেদের জিনিস মূলত তৈরি করে আমেরিকার বাইরেই। অ্যাপলের আইফোন তৈরি হয় ভারতে। ভারতে তৈরি হওয়া আইফোনই আমেরিকায় যায়। এছাড়া চিনেও অ্যাপলের বিভিন্ন জিনিস তৈরি হয়। স্যামসাংয়ের অবশ্য অ্যাপলের মতো চিনের ওপর নির্ভরশীলতা নেই। স্যামসাংয়ের মোবাইল ফোনের বেশিরভাগই তৈরি হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে।

ট্রাম্প চাইছেন আমেরিকায় এই সংস্থাগুলি যেসব মোবাইল বিক্রি করবে, তা আমেরিকাতেই তৈরি হোক। আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলকে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সমাজমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে তাদের ওপর অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। পরে ওভাল অফিস থেকে ট্রাম্প জানান, ‘স্যামসাং সহ যেসব মোবাইল প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় নিজেদের জিনিস বিক্রি করে, সকলের ওপরই শুল্ক চাপানো হবে। অন্যথায় বিষয়টি আমেরিকার জন্য ‘ন্যায্য’ হবে না। যদিও স্যামসাং বা অন্য সংস্থাগুলির ওপরও ২৫ শতাংশ শুল্ক চাপবে কি না, তা স্পষ্ট করেননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *