Washington | নিশানায় ভারতীয় বংশোদ্ভূত! নিউ ইয়র্ক নিয়ন্ত্রণের হুঁশিয়ারি

Washington | নিশানায় ভারতীয় বংশোদ্ভূত! নিউ ইয়র্ক নিয়ন্ত্রণের হুঁশিয়ারি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্ষমতায় আসার পর একের পর এক বেনজির পদক্ষেপ করছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিজের দেশের একটি শহরের শাসনভার সরাসরি হাতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি জয়ী হলে শহরের প্রশাসনিক নিয়ন্ত্রণ ফেডারেল সরকার অধিগ্রহণ করবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে মন্ত্রীসভার বৈঠকের পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন, ‘একজন কমিউনিস্ট নিউ ইয়র্ক পরিচালনার জন্য নির্বাচিত হলে এটি আর আগের মতো থাকবে না। প্রয়োজনে এলাকাটি পরিচালনার জন্য হোয়াইট হাউসে আমাদের কাছে অসাধারণ ক্ষমতা রয়েছে।’ ট্রাম্প আরও বলেছেন, ‘আমরা নিউ ইয়র্কের জন্য বিশেষ কিছু করতে চলেছি। আমি এখনই সব বলছি না। তবে আমরা নিউ ইয়র্ককে আবার মহান করে তুলব।’

চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও শিক্ষাবিদ মাহমুদ মামদানির ছেলে জোহরানের জন্ম উগান্ডায়। ৭ বছর বয়সে আমেরিকা চলে এসেছিলেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মেয়র হলে শহরবাসীর জন্য বিনামূল্যে বাস পরিষেবা এবং সরকারি উদ্যোগে মুদিখানা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন সমাজতন্ত্রী ভাবধারায় বিশ্বাসী জোহরান। এবার তাঁর মেয়র হওয়া আটকাতে ময়দানে নেমে পড়েছেন খোদ ট্রাম্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *