উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ওয়ার ২’ (Warfare 2)। মুক্তির পরই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে ছবিটি। মাত্র দু’দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ওয়ার ২’। হৃতিক রোশন (Hrithik Roshan) ও জুনিয়ার এনটিআরকে (Jr NTR) দেখে যেন উচ্ছ্বসিত ভক্তরা। সিনেমাহলের ভিতরেই ছবির সাফল্য উদযাপনে মেতেছেন দর্শকরা। এবার ছবির সাফল্যের পর বিশেষ বার্তায় ভক্তদেরকে ধন্যবাদও জানালেন তাঁরা।
শনিবার হৃতিক রোশন ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “কবীরের দুনিয়ায় যুদ্ধ জিতে গেলেও এই ‘যুদ্ধ’ (ওয়ার) চলতে থাকুক। ২০১৯ সালে যে চরিত্রটার সুযোগ আমার জীবনে এসেছিল তা আমাকে একজন শিল্পী ও অভিনেতা হিসেবে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। তাই সিনেমাহলগুলিতে কবীরকে নিয়ে আপনাদের সকলের উল্লাস এবং উদযাপন আমার হৃদয়কে আরও পূর্ণ করে তুলেছে। ‘কবীর’ আমার অভিনীত সব চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে। ওয়ার ২ এবং কবীরকে আপনাদের সকলের ভালোবাসা এবং শুভকামনা দেওয়ার জন্য ধন্যবাদ।”
এদিকে, জুনিয়র এনটিআর সকলকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমি ওয়ার ২-এর প্রতি আপনাদের ভালোবাসা দেখে আপ্লুত। বিক্রম চরিত্রকে ভালোবাসা দেওয়ার জন্যও সকলকে ধন্যবাদ। যতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ততটাই ভালোবাসা আপনাদের জন্যও। আমাদের ছবিটির জন্য জনসাধারণের এতটা সমর্থন সত্যিই অবিশ্বাস্য। ছবিটি আমরা অনেক আবেগের সঙ্গে তৈরি করেছি।’
উল্লেখ্য, ছবিটিতে হৃতিক, জুনিয়ার এনটিআর ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আদবানি, আশুতোষ রানা, অনিল কাপুর, বরুণ বাদোলা এবং অন্যান্যরা।