Waqf Modification Invoice | বুধেই সংসদে পেশ ওয়াকফ সংশোধনী বিল! পাশ করাতে মরিয়া কেন্দ্র, বিরোধীতায় অনড় ‘ইন্ডিয়া’ জোট

Waqf Modification Invoice | বুধেই সংসদে পেশ ওয়াকফ সংশোধনী বিল! পাশ করাতে মরিয়া কেন্দ্র, বিরোধীতায় অনড় ‘ইন্ডিয়া’ জোট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল (Waqf Modification Invoice)। ওই দিনই বিলটি পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পেশ করার কথা রয়েছে। লোকসভা ও রাজ্যসভায় দলের  সব সাংসদকে হাজির থাকার জন্য বিজেপির পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলটি গত বছর লোকসভায় পেশ করা হয়। ইন্ডিয়া জোটের তীব্র বিরোধিতার পর বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। সেখানেও বিলের বিরোধীতায় নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিলেন বলে দাবি করেছেন বিরোধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ সরকার সেগুলো সংশোধনী থেকে বাদ দিয়েছে। যদিও এমন কিছু হয়নি বলেই দাবি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর।

আগামীকাল লোকসভার সদস্যরা আট ঘন্টা ধরে বিলটির উপর বক্তব্য রাখবেন। ক্ষমতাসীন এনডিএ জোট ৪.৪০ ঘন্টা এবং বিরোধী দল ৩.২০ ঘন্টা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংশোধিত সংশোধনী সহ বিলটি উত্থাপনের জন্য একটি প্রস্তাব আনবেন। বিতর্কের পর, রিজিজু বিতর্কের জবাব দেবেন এবং এটি পাসের জন্য সংসদের অনুমোদন চাইবেন।

যদিও ইন্ডিয়া জোটের তরফে ঘোষণা করা হয়েছে, তাঁরা বিলটির বিরোধীতা করবেন। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, ‘সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়েছে, ‘ইন্ডিয়া’র সাংসদেরা সমমনোভাবাপন্ দলগুলিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিলের বিরোধিতা করবে।’ বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দল টিডিপি এবং জেডি(ইউ) বিলের বিষয়ে কী অবস্থান নেবে তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার বিলটি নিয়ে বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে আলোচনার জন্য বিরোধীরা ১২ ঘন্টা সময় চেয়েছিলেন। কিন্তু সরকারপক্ষ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বিরোধীরা ওয়াকআউট করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *