উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Invoice)। বুধবার বিল পেশ করলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। সংসদে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এদিকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভার বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা।
বিল নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে সংঘাত শুরু থেকেই। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে পারে বৃহস্পতিবার। এদিন মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, ওয়াকফ বোর্ডে স্বচ্ছতা আনতেই এই বিল। তাঁর আরও দাবি, সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।
বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে বিরোধীরা এনিয়ে গুজব ছড়াচ্ছেন বলে দাবি করে কিরেণ রিজিজু বলেন, ‘যখন আমরা কোনও ইতিবাচক সংস্কার আনছি, তখন কেন প্রশ্ন তোলা হচ্ছে? যৌথ সংসদীয় কমিটিতে রাখা একাধিক সংশোধনের প্রস্তাব গ্রহণ করেই এই বিল পেশ করা হল। ২৮৪টি প্রতিনিধিদল, ২৫টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ওয়াকফ বোর্ড এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির সামনে নিজেদের মতামত রেখেছে।’