উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষণ(VVS Laxman)। যতদিন না গম্ভীর ফিরে এসে দলের সঙ্গে যোগ দিচ্ছেন, ততদিন পর্যন্ত লক্ষণকেই কোচিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে বলে জানা গিয়েছে। আগামী ২০ জুন থেকে লিডসে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। তাঁর আগেই গম্ভীর দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এই মুহূর্তে অনূর্ধ-১৯ দলকে নিয়ে লক্ষণ লন্ডনেই রয়েছেন। ইংল্যান্ডের অনূর্ধ-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ এবং দুটি বেসররকারি টেস্ট খেলবে এই দল। প্রসঙ্গত, লক্ষণ এই মুহূর্তে ভারতের অনূর্ধ-১৯ এবং ভারতীয় ‘এ’ দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। এবার তিনি সামলাবেন সিনিয়র দলের দায়িত্বও।
বিরাট ও রোহিতের অনুপস্থিতিতে অনভিজ্ঞ এই ভারতীয় দলে প্রতিভার কোনও অভাব নেই। ইংল্যান্ডের ঘরের মাটিতে কেমন পারফর্ম করে এই দল সেটা দেখার জন্য স্বভাবতই মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। এই আবহে অভিজ্ঞ লক্ষণের কোনও ক্রিকেটীয় উপদেশে দল লাভবান হয় কিনা সেটাই এখন দেখার।