Visva-Bharati College | দোলের দিন নয়, কবে বসন্তোৎসব হবে বিশ্বভারতীতে? কারা পাবেন প্রবেশের ছাড়পত্র? জানাল কর্তৃপক্ষ

Visva-Bharati College | দোলের দিন নয়, কবে বসন্তোৎসব হবে বিশ্বভারতীতে? কারা পাবেন প্রবেশের ছাড়পত্র? জানাল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারও দোল পূর্ণিমার দিন অর্থাৎ ১৪ মার্চ বসন্তোৎসব (Basanta Utsav) হবে না বিশ্বভারতীতে (Visva-Bharati College)। এবারও সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ‌্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকরাই অংশ নিতে পারবেন। শুক্রবার দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ।

দোল পূর্ণিমায় (Dol Yatra 2025) বসন্তোৎসবকে কেন্দ্র করে প্রতিবারই বহু পর্যটক সমাগম হয় বিশ্বভারতীতে। সেই কারণে দোলের আগে ১১ মার্চ ক্যাম্পাসে বসন্তোৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যাতে করে দোলের দিন শান্তিনিকেতনে (Shantiniketan) পর্যটকদের ভিড়ে কোনওভাবে বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট না হয়। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন, বিভিন্ন ভবনের অধ্যক্ষ, নিরাপত্তা আধিকারিক সহ কর্মী পরিষদের সদস্যরা। সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, শান্তিনিকেতন এখন ইউনেসকোর তকমা পাওয়া বিশ্ব ঐতিহ্যক্ষেত্র। তাই হেরিটেজ রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। ২০২০ সালে করোনা অতিমারি পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় এই উৎসব। ২০২১ সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেন। ভিড় এড়াতে দোল পূর্ণিমায় বসন্তোৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও বিশ্বভারতীর বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। রবীন্দ্রসংগীত ও নৃত্যের মধ্যে দিয়ে পড়ুয়ারা উদযাপন করবেন বসন্তোৎসব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *