ওয়াশিংটন : বিদেশি পণ্য আমদানিতে ব্যাপক পরিমাণে শুল্ক বাড়ানোর পর এবার ভিসায় কোপ বসাচ্ছে ট্রাম্প সরকার (Trump Govt)। আমেরিকায় চাকরি ও উচ্চশিক্ষার জন্য যেসব ভারতীয় তথা বিদেশিরা যেতে ইচ্ছুক, তাঁদের সুযোগের দফারফা করার লক্ষ্যে ভিসানীতি কঠোর করছে ট্রাম্প সরকার। এর মধ্যে রয়েছে নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকার পুনরায় চালু করা, অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য সাক্ষাৎকারের স্থান নির্দিষ্ট করা এবং পর্যটন ও ব্যবসায়িক ভিসার জন্য ভিসা বন্ড চালু করা। এইচ-১বি ভিসাতেও বড় ধরনের সংস্কারের সম্ভাবনা রয়েছে।
শনিবার মার্কিন বিদেশমন্ত্রক (Ministry of Overseas Affairs) জানিয়েছে, নতুন ভিসা নিয়ম বিশ্বব্যাপী কার্যকর হবে। বলা হয়েছে, নতুন নিয়মে ভারতীয় সহ নন-ইমিগ্র্যান্টদের ভিসা পেতে সশরীর সাক্ষাৎকারে অংশ নিতে হবে। বিষয়টি সহজ নয়। অভিবাসী ভিসা পাওয়ার জন্য তাঁরা যে দেশের নাগরিক সেখান থেকে সাক্ষাৎকার দিতে পারবেন। পর্যটক ও ব্যবসায়ীদের ওপর ১৫ হাজার মার্কিন ডলারের ভিসা বন্ড আরোপ করার পরিকল্পনাও রয়েছে।
উচ্চদক্ষতাসম্পন্ন বিদেশিরা এইচ-১বি ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করেন। ট্রাম্প সরকারের আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী, স্বদেশে মার্কিনদের কর্মসংস্থান বাড়াতে সংস্কারের নামে এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠোর হচ্ছে। ভিসা পেতে প্রত্যেক আবেদনকারীকে সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে হবে। কর্তৃপক্ষ আবেদনকারীর গত পাঁচ বছরের যাবতীয় পোস্ট খতিয়ে দেখবেন। নয়া নিয়মে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন ভারতীয় তথা বিদেশি শিক্ষার্থী, অভিবাসী ভিসা আবেদনকারী ও এইচ-১বি ভিসা আবেদনকারীরা।
শিল্প পর্যবেক্ষকদের মতে, ভিসা পাওয়ার নিয়মপদ্ধতি জটিল হওয়ায় তা পেতে প্রচুর অপেক্ষাও করতে হবে আবেদনকারীকে।