Virender sehwag divorce | ২০ বছরের সংসারে ইতি! চাহাল-পান্ডিয়ার পর বিচ্ছেদ জল্পনায় এবার বীরুও – Uttarbanga Sambad

Virender sehwag divorce | ২০ বছরের সংসারে ইতি! চাহাল-পান্ডিয়ার পর বিচ্ছেদ জল্পনায় এবার বীরুও – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহালের দলে কি এবার নাম লেখাতে চলেছেন বীরেন্দ্র শেহবাগ? রিপোর্ট কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। একাধিক সূত্রের দাবি, ২০ বছর সংসারের পর নাকি স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে বীরুর। ২০০৪ সালে আরতিকে বিয়ে করেছিলেন শেহবাগ। কিন্তু শেহবাগ পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, সম্প্রতি বীরু ও আরতি ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করে দিয়েছেন। তাঁরা আলাদা থাকতেও শুরু করেছেন। যা বীরু-আরতির বিচ্ছেদের জল্পনাকে উসকে দিচ্ছে। গত বছরের দেওয়ালিতে দুই সন্তান ও মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শেহবাগ। কিন্তু সেখানে আরতির কোনও উল্লেখ নেই। তারপর থেকেই নেটপাড়ায় ও সংবাদমাধ্যমে বীরুর বিচ্ছেদের সম্ভাবনা ডালপালা মেলতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *