Virat Kohli hugs girl in airport, video goes viral

Virat Kohli hugs girl in airport, video goes viral

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে তরুণীকে দেখেই উষ্ণ আলিঙ্গন! বিরাট কোহলির এহেন কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপর থেকে নেটিজনদের মনে একটাই প্রশ্ন, কে এই রহস্যময়ী? কেন তাঁকে জড়িয়ে ধরলেন কিং কোহলি? 

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল কটকে। সেই ম্যাচ খেলতে ভুবনেশ্বর বিমানবন্দরে নামে ভারতীয় দল। তাঁদের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সেই সময়েই এক তরুণীকে দেখতে পান বিরাট। তাঁকে দেখেই কিং কোহলির মুখে চওড়া হাসি। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ওই তরুণীকে জড়িয়ে ধরেন তিনি। হাত মেলান, সামান্য কথাও হয় দুজনের মধ্যে। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

তারপর থেকেই নেটদুনিয়ায় জোর চর্চা ওই তরুণীকে নিয়ে। বিরাটের ভক্ত থেকে শুরু করে আম ক্রিকেটপ্রেমী, সকলেরই প্রশ্ন- কে এই রহস্যময়ী? কালো গোলগলা টি-শার্ট পরিহিত, কপালে তোলা সানগ্লাস- আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভুবনেশ্বর বিমানবন্দরের এই তরুণী। কিং কোহলির সঙ্গে কীভাবে তাঁর পরিচয়, সেই প্রশ্নও উঁকি দিচ্ছে নেটিজেনদের মনের কোণে। উল্লেখ্য, কটক থেকে টিম ইন্ডিয়া পাড়ি দিয়েছে আহমেদাবাদে। কিন্তু ভুবনেশ্বরের তরুণীকে নিয়ে জল্পনা কমেনি।

প্রসঙ্গত, চলতি ওয়ানডে সিরিজে মোটেও নজর কাড়েননি বিরাট। নাগপুরে প্রথম ওডিআইতে তিনি খেলতে পারেননি হাঁটুর চোটের জন্য। সুস্থ হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন বিরাট। অনবদ্য অন ড্রাইভে একটি বাউন্ডারিও মারেন। কিন্তু মোটেই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৮ বলে মাত্র ৫ রান করে আদিল রশিদের ঘূর্ণিতে পরাস্ত হন। যদিও কোহলিভক্তরা আশাবাদী, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান পাবেন বিরাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *