Virat Kohli coaching picture goes viral

Virat Kohli coaching picture goes viral

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি! সোমবার তাঁর একটি ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় ক্রিকেটমহলে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি বিরাটকে। অবসর নিয়েছেন টেস্ট থেকেও। বহুদিন পর বিরাটকে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে দেখে উৎফুল্ল ক্রিকেটপ্রেমীরা।

আপাতত স্ত্রী অনুষ্কা শর্মা এবং পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন বিরাট। দিনকয়েক আগে সেখানেই এক ভক্তের সঙ্গে ছবি তোলেন তিনি। ওই ছবিতেই দেখা যাচ্ছে, ট্রেনিংয়ের পোশাক পরে রয়েছেন বিরাট। সেই দেখেই ক্রিকেটপ্রেমীরা ধরে নিয়েছেন, ফিটনেস ফেরানোর চেষ্টা করছেন তাঁদের প্রিয় কিং কোহলি। সেকারণেই হু হু করে ভাইরাল হয়েছে বিরাটের এই ছবি। সেই দেখে নেটিজেনদের উচ্ছ্বাস, ‘আরে বিরাট বেঁচে রয়েছেন! অনুশীলনও করছেন!’

উল্লেখ্য, দিনকয়েক আগেই লন্ডনে বিরাটের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিরাট ও অনুষ্কা। পরনে অত্যন্ত সাদামাটা পোশাক। স্থানীয় লোকেদের সঙ্গে হালকা ছলে কথাও বলেন। সেই ভিডিও ঘিরে কিছুটা দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে বলছেন, ‘জনপ্রিয়তার বদলে কোহলি শান্তি বেছে নিয়েছেন’। আবার কেউ লিখেছেন, ‘ভারতে কোহলি এই জীবনটা কাটাতে পারত না। খুশি যে, ইংল্যান্ডে ও সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে।’ আবার ভিন্নমতও রয়েছে। অনেকে লিখেছেন, ‘ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে মনে হচ্ছে।’

তবে এবার নতুন ছবিতে দেখা গেল, ক্রিকেটের সঙ্গে মোটেই সম্পর্ক ছিন্ন করেননি কোহলি। বরং আবারও দেশের জার্সিতে ক্রিকেট মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে আপাতত মাসদুয়েক বিরাটকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখার সম্ভাবনা নেই। আগামী দিনে এশিয়া কাপে খেলবে ভারত। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে খেলতে পারেন বিরাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *