Viral Maha kumbh woman Monalisa’s Bollywood wage particulars: Reviews

Viral Maha kumbh woman Monalisa’s Bollywood wage particulars: Reviews

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভই (Maha Kumbh 2025) ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)। খারগাঁওয়ের এই ষোড়শীকে এবার বলিউডের পর্দাতেও দেখা যাবে। তবে ফিল্মি পিচে পা দেওয়ার আগে তিনি এখন ‘টেস্ট রানে’ ব্যস্ত! নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও সম্প্রতি চুক্তিপত্র সই করেছেন। এবার জানা গেল তাঁর পয়লা বলিউড ছবির পারিশ্রমিক।

‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পেয়েছিলেন বিড়ালাক্ষী এই মালাপসারিণী। আগে শোনা গিয়েছিল, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। সেই জল্পনার মাঝেই মোনালিসার বলিউড অভিষেকের খবর এসেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনও পাকা না হলেও হিন্দি বিনোদুনিয়ায় মোনালিসা ভোঁসলের পা রাখা নিশ্চিত। আর পয়লা ছবিতেই মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন মহাকুম্ভের এই ভাইরাল গার্ল। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার জন্য ২১ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই অগ্রীম পারিশ্রমিক হিসেবে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে মোনালিসাকে। এদিকে তাঁর গ্ল্যামার অবতার দেখে নেটপাড়াতেও শোরগোল।

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া মানেই গ্ল্যামার। সেই গ্ল্যামারের পরত লেগেছে মহাকুম্ভের মোনালিসার চেহারাতেও। সম্প্রতি এক মালয়ালি অনুষ্ঠানেই তা ঠাহর করা গেল। কোঁকড়া চুল। ঝকঝরে ত্বক। মুখে স্নিগ্ধ হাসি। বিড়ালাক্ষী নয়ন। কেতাদুরস্ত সাজপোশাকে একেবারে ভোল বদলে ফেলেছেন মোনালিসা ভোঁসলে। তিনি যে ইতিমধ্যেই ‘বলিউড রেডি’, সেটা সেই অনুষ্ঠানে যোগ দিয়ে হাবেভাবে বুঝিয়ে দিলেন। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার জীবনের প্রথম বিমান উড়ানের সাক্ষী থাকেন তিনি। বিমানে চড়ে কোজিকোড়ে যান। সেখানে ববি চেম্মানুর নামে জনৈক ব্যবসায়ীর এক শোরুম উদ্বোধনের জন্য গিয়েছিলেন মোনালিসা। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি-ভিডিও বর্তমানে নেটপাড়ার আতসকাচে। মহাকুম্ভের সেই ষোড়শী মালাবিক্রেতাকে দেখে চেনা দায়! মঞ্চে উঠে হাত নেড়ে ঝরঝরে দক্ষিণী ভাষায় সকলকে অভিবাদন জানিয়ে তাক লাগিয়ে দিলেন প্রথমে। মোনালিসাকে দেখে তাজ্জব কেরালাবাসীরা। অনেকে আবার ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে বসেছেন যে, ‘এই মেয়ের ভবিষ্যৎ বলিউডে পাকা!’

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ (The Diary of Manipur) সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার। যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি পরিচালনা করেছিলেন। পরিচালকের হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা। সম্প্রতি পরিচালক খোদ তাঁর মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গেল, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। সেই ছবিতেই রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন মোনালিসা ভোঁসলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *